
সোমবার ২৬ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জনের আবহে এবার দাম্পত্যে চাপান-উতোর শুরু রণবীর-আলিয়ার। এবং প্রকাশ্যেই সেই সমস্যার সমাধান করতে হাজির হলেন শাহরুখ খান! দিলেন টিপস-ও। প্রথমে সামান্য গাঁইগুঁই করলেও শাহরুখের পরামর্শ মন দিয়ে শুনলেন রাহার বাবা-মা। তারপর? খুলেই বলা যাক বিষয়টা।
আসলে, ব্যাপারটা একেবারেই বিজ্ঞাপনী প্রচার। বাড়ি তৈরির সরঞ্জামের এক সংস্থার বিজ্ঞাপনে নিজেদের জনপ্রিয় ছবির ‘আইকনিক’ চরিত্রে এই বিজ্ঞাপনের ভিডিওতে হাজির হয়েছেন ত্রয়ী। শাহরুখকে দেখা গেল ‘ডিয়ার জিন্দেগি’ ছবির ‘ডাক্তার জাহাঙ্গীর’ রূপে, ‘গল্লি বয়’-এর ‘সাফিনা’ সেজে হাজির আলিয়া এবং ফের একবার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘বানি’র লুকে ধরা দিলেন রণবীর। সেই বিজ্ঞাপন শুরু হচ্ছে ‘সাফিনা’র নালিশ দিয়ে। ‘ডা.জাহাঙ্গির’কে নিজের দাম্পত্য জীবনের সমস্যা বোঝাচ্ছে সে। নাকি নালিশ জানাচ্ছে? তাঁর স্বামী 'বানি' কেন বাড়ি থাকে না, ব্যস্ত থাকে সবসময়, কথায় কথায় পাহাড়ে চলে যায়...এসবের মধ্যেই চিকিৎসকের চেম্বারে ঢুকে পড়ে ‘বানি’। পিঠে তার ট্রেকিং ব্যাগ। সে অতি-পরিচিত ছন্দে খানিক কাতর স্বরে জানায়, “ডা. জাহাঙ্গীর আমি উড়তে চাই, দৌড়তেও চাই কিন্তু ঘরে চুপ করে বসে থাকতে পারি না।”
শোনামাত্রই কৌতূহল নিয়ে 'জাহাঙ্গির' নেপথ্যের কারণ জিজ্ঞেস করেন। ‘বানি’ জানায়, কয়েকদিন আগে সে বাড়ির ছাদে সূর্যাস্ত দেখতে গিয়েছিল, তখন ছাদ ভেঙে যায়! কথা শেষ হওয়ামাত্রই ‘সাফিনা’ তড়বর করে বলে ওঠে, “বাড়ির দেওয়াল বেয়ে পাথর চড়ার মতো করে ঝুলে ঝুলে উঠলে এমনটা তো হবেই!” খানিকক্ষণ চুপ থেকে নিজের চেম্বারের এক কোণ থেকে বাড়ি তৈরির সেই সরঞ্জামটি বের করে ঝগড়ারত বানি-সাফিনাকে শাহরুখ বলেন, “তোমাদের দু'জনের সমস্যার একটি সমাধান আমার কাছে রয়েছে। এটা নাও। তোমাদের বাড়িতে লাগাও। তাতে তোমাদের বিয়ে ভাঙবে কি না জানি না তবে ঘর যে ভাঙবে না তা একেবারে নিশ্চিত!”
এই বিজ্ঞাপন দারুণ মনে ধরেছে নেটপাড়ার। নেটিজেনরা যে দারুণ আনন্দ পেয়েছে তা তারা নেটমাধ্যমে প্রকাশ করতে দ্বিধাবোধ করছে না। কেউ এই বিজ্ঞাপনকে বলছে, “এইমুহূর্তে সবথেকে দামি বিজ্ঞাপন”, কেউ বা বলছেন এই পণ্যের বিজ্ঞাপন প্রচারের দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁদের অস্কার দেওয়া হোক!” তবে নজর কেড়েছে নেটপাড়ার আরও এক বাসিন্দার কমেন্ট, “এই মাল্টিভার্সের যুগে ডা. জাহাঙ্গীর, সেফিনা এবং বানি-দের যদি এক ছবিতে আনা যায়, তাহলে কোনও কথা হবে না!”
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!